ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাত সন্তান সহ পিতার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
যুক্তরাষ্ট্রে সাত সন্তান সহ পিতার লাশ উদ্ধার

ঢাকা: যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে সাত সন্তানসহ এক মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

কয়েকদিন ধরে কাজে না গেলে রোডনি টোড (৩৬) নামের ওই নিহত ব্যক্তির এক সহকর্মী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মেরিল্যান্ডের প্রিন্স অ্যানি এলাকায় অবস্থিত তার বাড়ি থেকে টোডসহ তার সন্তানদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সন্তানদের বয়স ছয় থেকে ঊনিশ বছরের মধ্যে বলে জানা গেছে। এদের মধ্যে দু’জন ছেলে আর বাকি পাঁচজন মেয়ে বলে জানিয়েছেন টোডের সৎবাবা লয়েড এডওয়ার্ড। এরা সবাই কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এডওয়ার্ড জানান, বিল পরিশোধ না করায় তার বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর তিনি একটি জেনারেটরের ব্যবস্থা করেন বিদ্যুৎ সরবরাহ ও বাড়ি গরম রাখতে।

এদিকে, বাড়ি তল্লাশি চালাতে গিয়ে পুলিশ টোডের রান্নাঘর থেকে একটি জ্বালানিহীন জেনারেটর খুঁজে পেয়েছে। কার্বন মনোক্সাইড একটি বর্ণহীন, গন্ধহীন গ্যাস। কার্বন সমৃদ্ধ জ্বালানি পুড়ে এই গ্যাস উৎপন্ন হয়।

মার্কিন দুযোর্গ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রের এক প্রতিবেদনে জানানো হয়ছে, প্রতিবছর দেশটিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় অন্তত চারশ’ মানুষ নিহত হয়। এছাড়া চার হাজারেরও বেশি মানুষ এই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।