ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে ‘উদ্ধার অভিযান’

ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড়

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া নাগরকিদের ‘উদ্ধার অভিযান’কে কেন্দ্র করে নতুন মোড় নিতে চলেছে চিরবৈরী ভারত-পাকিস্তান সম্পর্কে।

সম্প্রতি ইয়েমেন থেকে পাকিস্তানি নৌবাহিনী এগারো ভারতীয় নাগরিককে উদ্ধার করে।

নিজ দেশের মাটিতে অবতরণ করেই বুধবার (৮ এপ্রিল) উদ্ধার হওয়া ওই ভারতীয়রা পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

এর আগে, ইয়েমেনের আল-হোদেইদাহ থেকে তিন পাকিস্তানিকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। আল-হোদেইদাহ থেকে উদ্ধার করে তাদের জিবুতিতে পৌঁছে দেওয়া হয়, আর সেখান থেকেই নিজ দেশের মাটিতে নিরাপদে ফেরে ওই তিন পাকিস্তানি।

চিরবৈরী দেশের নাগরিকদের উদ্ধারে দু’দেশের মধ্যকার এই হৃদ্যতাই নতুন মোড় নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

এই দ্বি-পাক্ষিক স্বতস্ফূর্ত উদ্ধার অভিযানের ঘটনা ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কে উষ্ণতা ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আব্দুল বাসিত সংবাদমাধ্যমকে বলেন, উভয় পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে এই উদ্ধার অভিযান বিশেষ ভূমিকা রাখবে।

গত এক সপ্তাহে ভারতীয় নৌবাহিনী যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া চার হাজার নাগরিকের প্রায় সবাইকেই উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।