ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের ১১টি টিভির ওয়েবসাইট হ্যাক জঙ্গিদের

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ফ্রান্সের ১১টি টিভির ওয়েবসাইট হ্যাক জঙ্গিদের

ঢাকা: ফ্রান্সের খ্যাতনামা একটি টেলিভিশন নেটওয়ার্কের প্রায় ডজনখানেক চ্যানেলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট-পেজ হ্যাক করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুগত জঙ্গিরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে টিভি৫ মনডে নামে ওই বৈশ্বিক নেটওয়ার্কের চ্যানেলগুলোর ওপর এই সাইবার হামলা চালানো হয়।



প্রতিষ্ঠানটির পরিচালক ইয়েভেস বিগত সংবাদমাধ্যমকে বলেন, জঙ্গিরা ফরাসিভাষী টিভি৫ মনডে’র এগারোটি চ্যানেলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট-পেজগুলো হ্যাক করেছে। হ্যাকাররা নিজেদের আইএস’র অনুগত বলে দাবি করেছে।

হ্যাক হওয়ার পর চ্যানেলগুলোর ওয়েবসাইটে ‘আমি আইএস’ লেখা একটি ক্ষুদে বার্তা ভেসে ওঠে বলে জানান ইয়েভেস বিগত।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস তার টুইটার অ্যাকাউন্টে বলেন, এ হামলা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এটি তথ্য ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা।

ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো এই সাইবার হামলা খতিয়ে দেখছে বলে জানায় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।