ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালি শরণার্থী শিবির স্থানান্তরের দাবি কেনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
সোমালি শরণার্থী শিবির স্থানান্তরের দাবি কেনিয়ার

ঢাকা: কেনিয়া থেকে সোমালীয় শরণার্থী শিবির সরিয়ে নিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। সম্প্রতি সোমালিয়ার আল-শাবাব জঙ্গি সংগঠনের হামলায় কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে কেনিয়া।



কেনিয়ায় অবস্থিত ওই শরণার্থী শিবিরে অন্তত ছয় লাখেরও বেশি সোমালি নাগরিকের বাস।

কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এক বিবৃতিতে বলেছেন, আমরা জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কাছে তিন মাসের মধ্যে শরণার্থী শিবিরটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছি। তিনি বলেন, ৯/১১ এর পর যুক্তরাষ্ট্র যেভাবে বদলে গিয়েছিল, গারিসা হামলার পর কেনিয়াও সেভাবে বদলে যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।