ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভাঙ্গা নাক নিয়ে আট ঘণ্টা উড়লো যাত্রীবাহী প্লেন !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
ভাঙ্গা নাক নিয়ে আট ঘণ্টা উড়লো যাত্রীবাহী প্লেন ! সংগৃহীত

ঢাকা: বজ্রপাতে নাক ভেঙ্গে গেলেও চালক তা বুঝতে না পারায় যাত্রীবাহী একটি প্লেন আকাশে উড়লো আরো আট ঘণ্টা।

সম্প্রতি আইসল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের ডেনভারগামী যাত্রীবাহী একটি বোয়িং প্লেনে এ ঘটনা ঘটে।



উড্ডয়নের কিছু পরই বজ্রপাতে প্লেনটির সামনের অংশ ভেঙ্গে পড়ে। কিন্তু তা টের পাননি এর পাইলট, কিংবা কো-পাইলট কেউই। ফলে ভাঙ্গা নাক নিয়েই প্লেনটি আট ঘণ্টা ভেসে থাকে আকাশে।

জানা গেছে, অত্যন্ত বিপজ্জনকভাবে প্লেনটি তিন হাজার সাতশ’ মাইল পাড়ি দেয় এই ভাঙ্গা নাক নিয়ে।

পরে ডেনভারে অবতরণের পর ধরা পড়ে প্লেনের নাক ভেঙ্গে যাওয়ার বিষয়টি। এতে অবাক হয়ে যান এর যাত্রীসহ বিমানবন্দরের কর্মকর্তারা।

তবে আইসল্যান্ড থেকে উড়াল দেওয়ার কিছু পরই প্লেনটির ওপর বজ্রপাত হওয়ার বিষয়টি এর সব আরোহীই টের পেয়েছিলেন বলে জানান যাত্রীরা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।