ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৩০ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের দুই শহরে সিরিজ গাড়ি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির রাজধানী বাগদাদ ও ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইরবিলে এ হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



শুক্রবার রাজধানী বাগদাদে পরপর কয়েকটি বোমা হামলায় প্রাণ হারায় অন্তত ২৭ জন। অন্যদিকে, ইরবিলের আঙ্কাওয়া জেলায় মার্কিন কনস্যুলেটের সামনে পরিচালিত অপর এক বোমা হামলায় নিহত হন অন্তত তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

তবে কোনো মার্কিন দূতাবাস কর্মকর্তা হতাহতের শিকার হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাগদাদের হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার না করলেও ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরবিলের হামলার দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএইচ/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।