ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাদক চক্রের নেতা আটকের ঘটনায় মেক্সিকোতে সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মাদক চক্রের নেতা আটকের ঘটনায় মেক্সিকোতে সহিংসতা ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর কুখ্যাত এক ড্রাগ কার্টেল (মাদকচক্র) নেতাকে আটকের ঘটনায় দেশটির মার্কিন সীমান্তবর্তী রেনোসা শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র মাদক কারবারিদের সংঘর্ষে নিহত হয়েছে তিন জন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রেনোসা শহরে কুখ্যাত মাদক চোরাচালানি চক্র ‘গালফ কার্টেল’এর নেতা এল গাফেকে আটক করে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সশস্ত্র গালফ কার্টেল সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

মেক্সিকোর নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এল গাফেকে আটকের পর মাদকচক্রের সদস্যরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় তিন সশস্ত্র ব্যক্তি নিহত হয়। হামলার সময় বন্দুকধারীরা যানবাহনে অগ্নিসংযোগ করে শহরটির একাংশ অবরুদ্ধ করে রাখে বলেও জানানো হয় বিবৃতিতে।

২০০৬ সালে মেক্সিকোর মাদক চক্রগুলোর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনী অভিযান শুরুর পর মাদক সংশ্লিষ্ট সংঘাতে মেক্সিকোতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে এক লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।