ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন ছত্রীসেনা, রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ইউক্রেনে মার্কিন ছত্রীসেনা, রাশিয়ার হুঁশিয়ারি

ঢাকা: ইউক্রেনে তিনশ’ মার্কিন ছত্রীসেনা অবতরণকে কেন্দ্র করে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আবারো টানাপড়েন সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে এই সেনা সদস্যরা ইউক্রেনে গিয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও মস্কো ও ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনা এই অঞ্চলের সহিংসতাকে আরো উস্কে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।



ইতালিভিত্তিক ১৭৩ এয়ারবর্ন ব্রিগেডের অন্তর্ভুক্ত এই মার্কিন সেনাদল প্রশিক্ষণের অংশ হিসেবে ছয় মাস ইউক্রেনে অবস্থান করবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেবে তারা।

তবে ইউক্রেনে মার্কিন ছত্রীসেনা উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মস্কো জানিয়েছে, রাশিয়া নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবে। কে কাকে প্রশিক্ষণ দেবে, তা খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএইচ/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।