ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেডারেল বিচারকের রায়

‘মুসলিমস কিলিং জিউস’ বিজ্ঞাপন প্রচারে বাধা নেই যুক্তরাষ্ট্রে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
‘মুসলিমস কিলিং জিউস’ বিজ্ঞাপন প্রচারে বাধা নেই যুক্তরাষ্ট্রে! ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইয়র্ক মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষকে (এমটিএ) তাদের গণপরিবহনে ‘ইহুদিদের হত্যা করছে মুসলিমরা’- এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রচারে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

‘এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শন সন্ত্রাস ও সহিংসতাকে উস্কে দেবে’ এই যুক্তি প্রত্যাখ্যান করে মঙ্গলবার (২১ এপ্রিল) একটি রুল জারি করেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট জজ জন কোয়েল্ট।



মুসলিম বিরোধী হিসেবে পরিচিত আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ (এএফডিআই) বা ‘আমেরিকার স্বাধীনতা প্রতিরক্ষার উদ্যোগ’ নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। এর আগে ওয়াশিংটনসহ শিকাগো ও সানফ্রান্সিসকোতেও এই প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম পরিচালনা করেছে।

বিজ্ঞাপনে এক মুসলিমকে বলতে দেখা যায়, ‘ইহুদি হত্যা একটি এবাদত, যা আমাদেরকে আল্লাহর আরো নিকটবর্তী করে। ’

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএইচ/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।