ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে মৌসুমি ঝড়ে নিহত ৩২

আন্তন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বিহারে মৌসুমি ঝড়ে নিহত ৩২

ঢাকা: ভারতের বিহারে প্রলয়ঙ্করী মৌসুমি ঝড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত গভীর রাতে বিহারের পুর্নিয়া, মাধেপুরা ও ভাগলপুরের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।



এ ঘটনায় আরো অন্তত ৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। আক্রান্ত এলাকাগুলোয় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে বলে জানিয়েছে বিহারের দুর্যোগ মোকাবেলা বিভাগ।

এদিকে, নিহত ব্যক্তিদের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।