ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
চিলিতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছবি: সংগৃহীত

ঢাকা: চার দশকেরও বেশি সময় পর আবারও ফুঁসে উঠেছে চিলির কালবুকো আগ্নেয়গিরি।

রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে পর্যটন নগরী পুয়ের্তো ভারাসের কাছে অবস্থিত এ আগ্নেয়গিরিতে বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (আন্তর্জাতিক সময় ২১টায়) অগ্নুৎপাত শুরু হয়।


অগ্নুৎপাতের সময় কয়েক কিলোমিটার পর্যন্ত লাভা ওপরে উঠে চারিদিকে ছড়িয়ে পড়তে দেখা যায় স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে।

এর পরপরই আগ্নেয়গিরির আশেপাশের ২০ কিলোমিটার এলাকাজুড়ে মহাবিপদ সঙ্কেত জারি করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সেখানে অবস্থানরত অধিবাসী ও পর্যটকদের সরিয়ে নিতে শুরু করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকা থেকে চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চিলির ৯০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কালবুকো একটি। দেশটিতে সবচেয়ে তিনটি বিপজ্জনক আগ্নেয়গিরির মধ্যে এটিকে ধরা হয়। এর আগে সর্বশেষ ১৯৭২ সালে এতে অগ্নুৎপাতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএইচ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।