ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জরুরি বৈঠক ডেকেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
জরুরি বৈঠক ডেকেছেন মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকা: ভারতজুড়ে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকস্মিক ভূমিকম্পে সরকারের করণীয় ঠিক করতেই তিনি উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন।



শনিবারের (২৫ এপ্রিল) ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের রাজধানী কাঠমণ্ডুর অদূরে পোখরার কাছে লামজুং। সেখানে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯।

নরেন্দ্র মোদীর অফিস থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী ভূমিকম্পে আক্রান্তদের সাহায্য করার জন্যই বিকেলে বৈঠকে বসছেন।

বার্তায় জানানো হয়, মোদি বিদেশসফররত নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ইতোমধ্যে নেপালের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।

এছাড়া ভারতে অবস্থিত ভুটানের দূতাবাস কর্মকর্তার সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও মোদির পক্ষ থেকে জানানো হয়।

টুইটার বার্তায় বলা হয়, মোদি সিকিম ও বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন।

বার্তায় ভারত ও নেপালের ভূমিকম্পে আক্রান্তদের সহযোগিতার জন্য মোদি সরকার প্রস্তুত আছে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩ ৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫/ আপডেট: ১৪১৮ ঘণ্টা.
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।