ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আনবারের একাংশ দখল করে নিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আনবারের একাংশ দখল করে নিয়েছে আইএস

ঢাকা: ইরাকের আনবার প্রদেশের একাংশ দখল করে নিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এই এলাকায় হামলা শুরু করলে আইএসের পাল্টা জবাব দেয় ইরাকি বাহিনী।

উভয় পক্ষের মধ্যে এ লড়াই শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত চলে। লড়াইয়ে আনবারের পশ্চিমাঞ্চলীয় একটি বাঁধ ও একটি সেনা ব্যারাক দখল করে নেয় জঙ্গি সংগঠনটি।

লড়াইয়ে বেশ কয়েকজন ইরাকি সেনা নিহত হয়েছে বলে আনবার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে কত সংখ্যক নিহত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

২০১৪ সালের গ্রীষ্মে আনবারের অধিকাংশ এলাকা ও সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত দখল করে নেয় ইসলামিক স্টেট। পরবর্তীতে চলতি বছর আইএস বিতাড়নে ইরাকি বাহিনীর অভিযান শুরু হলে তিকরিত ও আনবারের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।