ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার ইমেইল হ্যাকড !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ওবামার ইমেইল হ্যাকড ! মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: গত বছর হোয়াইট হাউজের কম্পিউটার সিস্টেমের একাংশ হ্যাক করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেনদেন করা ইমেইল হাতিয়ে নিয়েছে রাশিয়ান হ্যাকাররা।

শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।



হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, প্রেসিডেন্ট ওবামার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউজের কম্পিউটার সিস্টেমের একাংশ হ্যাক হওয়ায় কিছু ইমেইল হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

এসময় রাশিয়ান হ্যাকারদের অভিযুক্ত করে ওই কর্মকর্তা জানান, কম্পিউটার সিস্টেমের যে একাংশ গত বছর হ্যাক হয়েছিল, তাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোপন তথ্য সংরক্ষিত ছিল না।

তবে কতগুলো ইমেইল হ্যাকারদের হাতে পড়েছে, সে বিষয়ে নিউইয়র্ক টাইমসকে কিছু জানাননি ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।