ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড স্থগিতে বান কি-মুনের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড স্থগিতে বান কি-মুনের অনুরোধ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন

ঢাকা: মাদক পাচারের দায়ে ইন্দোনেশিয়ায় আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় বিদেশিকে বাঁচাতে এবার দেশটির সরকারের কাছে সাজা স্থগিতের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

জাতিসংঘ যেকোনো অবস্থায় মৃত্যুদণ্ডকে সমর্থন করে না জানিয়ে এক বিবৃতিতে বান কি-মুনের মুখপাত্র বলেন, ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইডোডো’র কাছে মহাসচিব এ মৃত্যুদণ্ডাদেশ স্থগিতের অনুরোধ জানিয়েছেন।

সেই সঙ্গে দেশটিতে এ ধরণের সাজা বন্ধে চিন্তা-ভাবনারও পরামর্শ দিয়েছেন তিনি।

তবে মহাসচিবের এ অনুরোধে দেশটির সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জবাব দেওয়া হয়নি বলে জানা গেছে।

এর আগে, যত দ্রুত সম্ভব কুখ্যাত ‘বালি নাইন’ মাদক চক্রের দুই অস্ট্রেলীয় সদস্যসহ নয় বিদেশির সাজা কার্যকর করা হবে বলে ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। মঙ্গলবারই (২৮ এপ্রিল) তাদের সাজা কার্যকর করা হতে পারে বলে একাধিক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সাজাপ্রাপ্ত নয় আসামীকেই নুসাকামবাঙ্গান দ্বীপে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এই দ্বীপেই তাদের সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নয় বিদেশির মধ্যে দুই অস্ট্রেলীয় নাগরিক ছাড়াও নাইজেরিয়া, ব্রাজিল, ঘানা ও ফিলিপাইনের নাগরিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।