ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মৌসুমী ঝড়ে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
পাকিস্তানে মৌসুমী ঝড়ে নিহত ৩৫ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে মৌসুমী ঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’শতাধিক মানুষ।



রোববার (২৬ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশে এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে।

প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্যোগের পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে ও হাসপাতালগুলোকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী মুশতাক গণি জানান, সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের মুনির আজম নামে আরেক কর্মকর্তা বলেছেন, আরও ঝড়-বৃষ্টির আশঙ্কায় পেশওয়ারে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।

প্রাদেশিক রাজধানী পেশওয়ারের নওশেরা ও চরসদাসহ বেশ কিছু এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা লুৎফুর রহমান জানান, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় একশ’ ২০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়।

এদিকে, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় এই অঞ্চলে উদ্ধারকারী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেইসঙ্গে রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায়ও উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।