ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে শতাধিক নতুন বিপণন কেন্দ্র খুলছে ওয়ালমার্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
চীনে শতাধিক নতুন বিপণন কেন্দ্র খুলছে ওয়ালমার্ট

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিপণন প্রতিষ্ঠান ওয়ালমার্ট চীনে আরও শতাধিক নতুন বিপণন কেন্দ্র খোলার চিন্তা করছে।

বুধবার (২৯ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদসম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডগ ম্যাকমিলন এ কথা জানান।



এসময় তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ২০১৭ সাল নাগাদ সবগুলো কেন্দ্র বিপণনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের শুরুতে চীনে ওয়ালমার্টের ব্যবসা কমে যাওয়ার প্রেক্ষিতেই এমন পরিকল্পনা করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জানা গেছে, দেশটিতে চলতি বছরের প্রথম তিন মাসে ২০১৪ সালের একই সময়ের তূলনায় দশমিক ৭ শতাংশ ব্যবসা কমে গেছে প্রতিষ্ঠানটির।

চলতি বছর থেকেই শাংহাই, শেনঝেন ও উহানে বিপণন কেন্দ্র খোলা হবে বলে বলে জানিয়েছে ওয়ালমার্ট। এতে অন্তত ৩০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া বর্তমানে চলমান বিপণন কেন্দ্রগুলোও নতুন করে সাজানো হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ছয় কোটি ডলার খরচ করারও পরিকল্পনা করেছে ওয়ালমার্ট।

প্রতিষ্ঠানটির বাৎসরিক এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে চীনে এর চারশ’ ১১টি বিপণন কেন্দ্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।