ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারামের কবল থেকে আরও ২৩৪ নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ২, ২০১৫
বোকো হারামের কবল থেকে আরও ২৩৪ নারী উদ্ধার

ঢাকা: পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে আরও দুইশ’ ৩৪ জন নারী ও কিশোরীকে উদ্ধার করেছে নাইজেরীয় সেনাবাহিনী।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠনটির শক্ত ঘাঁটি বলে পরিচিত সামবিসা বনভূমি থেকে তাদের উদ্ধার করা হয় বলে শনিবার (০২ মে) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এ নিয়ে মোট ছয়শ’ ৮৭ জন নারী ও কিশোরীকে উদ্ধার করা হল সন্ত্রাসী এই সংগঠনটির কবল থেকে।

এর আগে একই স্থান থেকে প্রথমে দুইশ’ ৯৩ জনকে উদ্ধার করা হয় বলে গত ২৯ এপ্রিল সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষা তথ্য অধিদপ্তরের পরিচালক মেজর জেনারেল ক্রিস ওলুকোলাদে।

এর পরবর্তী দিন, গত ৩০ এপ্রিল একই স্থান থেকে আরও একশ’ ৬০ জনকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে নাইজেরীয় সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মে ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।