ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্প

ধ্বংসস্তূপে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ২, ২০১৫
ধ্বংসস্তূপে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমিকম্পে ধ্বংসস্তূপে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে নেপাল সরকার। সেইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬২১ জনে।



নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মি প্রসাদ বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি মনে করি এখন আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই।

২৫ এপ্রিলের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ হাজার ২১ জন আহত হয়েছেন। প্রত্যন্ত অনেক নেপালবাসীর ভাগ্যে কি ঘটেছে তা জানা এখনও যায়নি।

শুক্রবার (১ মে) নেপালে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দূত রেঞ্জে টেরিংক তাদের ১ হাজার নাগরিক নিখোঁজের কথা জানিয়েছেন।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। এটা হলে নেপালে ১৯৩৪ সালের ভূমিকম্পে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে এ ভূমিকম্প। ওই ভূমিকম্পে ৮ হাজার ৫০০ নিহত হয়।

বাংলাদেশ সময় ১১১৫ ঘণ্টা, মে ০২, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।