ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুক কার্যালয়ে জাপানী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ২, ২০১৫
ফেসবুক কার্যালয়ে জাপানী প্রধানমন্ত্রী

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ শুক্রবার (০১ মে) রাত ১১টা ৫৭ মিনিটে (বাংলাদেশ সময়) একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।



জাপানে কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র ব্যবসার ক্ষমতায়নে ফেসবুকের প্রভাব সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয় বলে এসময় জানান মার্ক।

পরিদর্শনকালে ফেসবুকের কালো দেয়ালেও স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র সফররত শিনজো। কার্যালয়ে পরিদর্শরকারী অতিথিদের এ দেয়ালে স্বাক্ষর করার প্রথা প্রচলিত রয়েছে ফেসবুকে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা একশ’ ১৯ কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে জাপানে প্রায় তিন কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।