ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌরজগতের বাইরে ‘অদ্ভুত’ গ্রহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ২, ২০১৫
সৌরজগতের বাইরে ‘অদ্ভুত’ গ্রহের সন্ধান ছবি: সংগৃহীত

ঢাকা: সৌরজগতের বাইরে ছোট একটি ঠাণ্ডা নক্ষত্রের চারপাশে ঘুর্ণনরত এক ‘অদ্ভুত’ বড় গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নভোবস্তুবিদ্যা ও জ্যোতির্বিদ্যা স্কুলের গবেষক জর্জ ঝৌয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



ঝৌ জানান, নতুন খুঁজে পাওয়া গ্রহটি প্রায় বৃহস্পতির সমান। কিন্তু এর কক্ষপথ মঙ্গলের কক্ষপথের দশ ভাগের এক ভাগ মাত্র। তিন দিন আট ঘণ্টায় গ্রহটি তার পরিক্রমা শেষ করে।

গ্রহটি বাইরে কোথাও সৃষ্টি হয়ে ক্ষুদ্র ওই নক্ষত্রের সৌরজগতে প্রবেশ করেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে কীভাবে এ ঘটনা ঘটল, সে বিষয়ে এখনো পরিষ্কার হতে পারেননি তারা।

মহাকাশে পৃথিবী থেকে পাঁচশ’ আলোক বর্ষ দূরে ‘অদ্ভুত’ ওই গ্রহটি তার কক্ষপথে আবর্তনশীল বলে জানা গেছে।

এক সেকেন্ডে আলোর গতি দুই লাখ ৯৯ হাজার সাতশ’ ৯২ কিলোমিটার। এ হিসাবে নিরবচ্ছিন্নভাবে চলে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম কারে, তাকে এক আলোক বর্ষ বলে।

এর আগে গত দুই দশকে সৌরজগতের বাইরে মহাকাশে অন্তত এক হাজার আটশ’ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

নতুন আবিষ্কৃত গ্রহটি এইচএটিএস-৬ নামের যে নক্ষত্রটিকে আবর্তন করে ঘুরছে, সেটি মূলত একটি লাল বামন নক্ষত্র। সূর্যের বিশ ভাগের এক ভাগ আলো তৈরি করে এ গ্রহ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।