ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশি উদ্ধারকর্মীদের ফিরে যেতে বললো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ৪, ২০১৫
বিদেশি উদ্ধারকর্মীদের ফিরে যেতে বললো নেপাল ছবি: সংগৃহীত

ঢাকা: আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল থেকে বিদেশি উদ্ধারকর্মীদের ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (০৪ মে) নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজালের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



মিনেন্দ্র বলেন, রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য অঞ্চলে বড় পরিসরের উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন বাকিটা স্থানীয় কর্মীরাই শেষ করতে পারবে।

তবে বিদেশি স্বেচ্ছাসেবকরা চাইলে প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি এলাকায় স্থানীয় পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নিতে পারবে বলেও এসময় জানান তিনি।

২৫ এপ্রিল প্রলয়ংকারি ভূমিকম্পে কেঁপে ওঠার পর নেপালে জরুরি সহায়তা দিতে ৩৪টি দেশের ৪ হাজার ৫০ জন উদ্ধারকর্মী এসে কাজ শুরু করে দেশটিতে।

এদিকে, প্রাকৃতিক এ দুর্যোগের ফলে দেশটিতে নিহতের সংখ্যা ৭ হাজার দুইশ’ ৭৬ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে আরও কয়েক হাজার বলে জানা গেছে।

নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা।

এছাড়া এ দুর্ঘটনায় ১৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।