ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলতি মৌসুমে এভারেস্ট অভিযান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৫
চলতি মৌসুমে এভারেস্ট অভিযান বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট অভিযানের রুটগুলো। ফলে চলতি মৌসুমে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেপাল কর্তৃপক্ষ।



সোমবার (০৪ মে) নেপালের সাগরমঠ দূষণ নিয়ন্ত্রণ কমিটির (এসপিসিসি) বরাত দিয়ে নেপাল সরকারের এ সিদ্ধান্তের কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শেরপাদের বিশেষ সংগঠন এসপিসিসি’র সভাপতি আঙ দর্জী শেরপা বলেন, ভূমিকম্পে এভারেস্টে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে। ফলে পর্বত অভিযানের রুটগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত রুটগুলো চলতি মৌসুমে মেরামত করা অসম্ভব। তাই আপাতত এভারেস্ট অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ২৫ এপ্রিলের স্মরণকালের প্রলয়ংকারী ভূমিকম্পে এভারেস্টে তুষারধসে অন্তত ১৮ জনের প্রাণহানী ঘটে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।