ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে ঘূর্ণিঝড়ে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ৬, ২০১৫
জার্মানিতে ঘূর্ণিঝড়ে নিহত ১ ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানিতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।



দেশটির উত্তরাঞ্চলে মঙ্গলবার (০৫ মে) রাতে ঘণ্টায় প্রায় একশ’ কিলোমিটার (৬০ মাইল) বেগে ঝড়টি আঘাত হানে বলে জার্মান দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বুধবার (০৬ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উত্তরাঞ্চলীয় রস্টক বন্দরের কাছে বুয়েটজো শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হামবার্গ শহরে ঘরের ছাদ ধসে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঝড়কবলিত এলাকাগুলোয় বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এসব অঞ্চলে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে গেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।