ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মন্ত্রীদের পদত্যাগ করতে বললেন চিলির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ৭, ২০১৫
মন্ত্রীদের পদত্যাগ করতে বললেন চিলির প্রেসিডেন্ট

ঢাকা: মন্ত্রিসভার সকল মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাকেলেট।

বুধবার (০৬ মে) স্থানীয় টেলিভিশন চ্যানেল-থার্টিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।



এসময় তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে আমি আমার মন্ত্রীদের পদত্যাগ করতে বলেছি। মন্ত্রিসভা পরিবর্তনের এখনই সময়।

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দূর্নীতির পরিমাণ বরাবরই অপেক্ষাকৃত কম। তবে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসায়িক সম্প্রদায় দূর্নীতিতে জড়িয়ে পড়তে শুরু করেছেন।

বিশেষ করে, অতি সম্প্রতি এক ব্যাংক ঋণ সংক্রান্ত দূর্নীতিতে ফেঁসেছেন প্রেসিডেন্টের ছেলে স্বয়ং। ফলে দিন দিন ব্যাকেলেটের গ্রহণযোগ্যতা কমে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, বুধবার (০৬ মে) চিলিতে জিএফকে এডিমার্ক নামে এক প্রতিষ্ঠান তাদের এক জনমত জরীপের ফল প্রকাশ করে। ওই জরীপে ব্যাকেলেটের প্রতি এখনো ৩১ শতাংশ মানুষ আস্থা রাখেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এটিই সবচেয়ে কম পরিমাণ সমর্থন বলে উল্লেখ করা হয় ওই জরীপে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।