ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ৭, ২০১৫
পাপুয়া নিউগিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

ঢাকা: ফের ভূমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.২ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।



বৃহস্পতিবার (০৭ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পানগুনা থেকে ১৪৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে ইউএসজিএস।

‌ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপপুঞ্জে হালকা মাত্রার জলোচ্ছ্বাস নিয়ে ধেয়ে আসতে পারে সুনামি।

ওই কম্পনের ২৬ মিনিট পর ৫.১ মাত্রার আরো একটি পরাঘাত (আফটার শক) অনভূত হয়।

এর আগে গত মঙ্গলবার (০৫ মে) ৭.৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে দ্বীপরাষ্ট্রটিতে। এরপর সেখানে সুনামি সর্তকতা জারি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ০৭, ২০১৫/আপডেট: ১৪৩১ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।