ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডে বন্ধ রোমের ফুইমিসিনো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ৭, ২০১৫
অগ্নিকাণ্ডে বন্ধ রোমের ফুইমিসিনো বিমানবন্দর

ঢাকা: অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রোমের ফুইমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর।

মধ্যরাতে বিমানবন্দরের টার্মিনাল-৩ এ যাত্রীদের মালপত্র সংরক্ষণের স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৭ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার (০৭ মে) স্থানীয় সময় দুপুর ২টা (আন্তর্জাতিক সময় দুপুর ১২টা) পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হবে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি জানিয়ে বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অন্তত ২০টি অগ্নিনির্বাপক দলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আরএইচ

** অগ্নিকাণ্ডের পরে ফের চালু ফুইমিসিনো বিমানবন্দর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।