ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ৯, ২০১৫
লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেষ ৪২ দিনে নতুন কোনো ইবোলা রোগী সনাক্ত না হওয়ায় শনিবার (০৯ মে) দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



ডব্লিউএইচও’র পক্ষ থেকে লাইবেরিয়াকে ইবোলামুক্তির ঘোষণার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ।

পরবর্তী যেকোনো দিন দেশব্যাপী এই মহামারীতে নিহতদের স্মরণে ও জীবিতদের বেঁচে থাকার আনন্দে এক আয়োজনের পরিকল্পনা করছেন বলেও বিবৃতিতে জানান তিনি।

২০১৪ সালের মার্চে ইবোলা মহামারী শুরুর পর এ পর্যন্ত লাইবেরিয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। সেই সঙ্গে ৩ হাজারের বেশি রোগী সনাক্ত ও প্রায় সাড়ে সাত হাজার সন্দেহজনক রোগী আছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। নিহতদের মধ্যে একশ’ ৮৯ জন স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।