ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেসিডোনিয়ায় বন্দুকযুদ্ধে ৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
মেসিডোনিয়ায় বন্দুকযুদ্ধে ৫ পুলিশ নিহত

ঢাকা: দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান রাষ্ট্র মেসিডোনিয়ায় বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হযেছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।



শনিবার (০৯ মে) দেশটির উত্তরাঞ্চলে আলবেনীয় এলাকায় কুমানোভো শহরে বিদ্রোহীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে এক সংবাদ সম্মেলনে জানান ম্যাসাডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জর্দানা জানকুলোফস্কা।

তবে এ ঘটনায় কোনো বেসামরিক লোক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও পুলিশ কিছু জানে না বলেও জানান তিনি।

কুমানোভো কসভো ও সার্বিয়া সীমান্তবর্তী একটি শহর। মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে থেকে এটি ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

সংখ্যালঘু জাতিগত আলবেনীয়দের অধিকার আদায়ের লক্ষে ২০০১ সাল থেকেই এই অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে আলবেনীয় বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।