ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ উদ্ধার ১০০০ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ উদ্ধার ১০০০ অভিবাসী ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার পর এবার মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১১ মে) দেশটির উপকূল থেকে হাজারোধিক অভিবাসীবাহী তিনটি নৌযান আটক করা হয়েছে। এই অভিবাসীদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও মায়ানমারের রোহিঙ্গা।



সকালেই ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসী উদ্ধার করে দেশটির কোস্টগার্ড ও পুলিশ। মালয়েশিয়ার কর্মকর্তারা ধারণা করছেন, মানপাচারকারীরা ওই এক হাজার ১৮ অভিবাসীকে দেশটির জলসীমায় ফেলে গেছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মে ১১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।