ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবীয় উপকূলে তূর্কি জাহাজে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৫
লিবীয় উপকূলে তূর্কি জাহাজে বিমান হামলা

ঢাকা: লিবীয় উপকূলে তুরস্কের একটি জাহাজে প্রথমে শেল ও পরে বিমান হামলা চালিয়েছে লিবিয়ার তবরুকভিত্তিক সরকারের বাহিনী।

সোমবার (১১ মে) লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী দেরনার কাছে জাহাজটি হামলার কবলে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এ ঘটনায় জাহাজটির থার্ড অফিসার নিহত হওয়াসহ বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।

এক বিবৃতিতে লিবিয়ার তবরুকভিত্তিক সরকার জানায়, জাহাজটি প্রথমে দেরনা বন্দরে নোঙর করার চেষ্টা করে। এ বিষয়ে সাবধান করা হলে এটি তবরুক বন্দরের দিকে অগ্রসর হয়। নিষিদ্ধ অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ ও সাবধানতা না মানার কারণেই হামলা চালানো হয় জাহাজটিতে।

তবে হামলার সময় জাহাজটি আন্তর্জাতিক জলরাশিতে অবস্থান করছিলো বলে অভিযোগ করেছে তুরস্ক সরকার।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।