ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেনে বোমা হামলা, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
পশ্চিমবঙ্গে ট্রেনে বোমা হামলা, আহত ১৭

ঢাকা: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় একটি লোকাল ট্রেনে বোমা হামলার ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৪টার দিকে চব্বিশ পরগনার তিতাগড় স্টেশনের কাছে শেয়ালদাহ-কৃষ্ণনগর লোকাল ট্রেনের একটি বগিতে এ হামলার ঘটনা ঘটে।



ট্রেনে ভ্রমণরত দু’টি গ্রপের মধ্যে সংঘর্ষের জেরে এ বোমা হামলার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলীয় সিপিআরও আরএন মহাপত্র জানান, ট্রেনটি স্থানীয় সময় ভোর ৩টা ২০ মিনিটে শেয়ালদাহ থেকে ছেড়ে আসে। স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে এটি তিতাগড় স্টেশনে পৌঁছায়। এর কিছু পরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

তিতাগড় স্টেশন থেকে এক লোক ট্রেনে ওঠার পরই ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

শিয়ালদাহ স্টেশন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে মহাপত্র বলেন, রেলওয়ে পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।