ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-নেপাল-ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মে ১২, ২০১৫
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-নেপাল-ভারত ছবি: প্রতীকী

ঢাকা: আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয়কন্যা নেপাল। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত।



নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। যার উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১৮.০৫ কিলোমিটার গভীরে।

মূল ভূমিকম্পের পরবর্তী ৪০ মিনিটে চারবার দফা পরাঘাতের (আফটার শক) অনুভূত হয়।

এর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিলো ৬.১।

এর আগে গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ। এ ঘটনায় নেপালে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এছাড়া অন্তত ১৬ হাজার আহত হয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘ জানিয়েছে, প্রলয়ংকারী ওই ভূমিকম্পে নেপালে প্রায় তিন লাখ বাড়িঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১২, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।