ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার প্রতিরক্ষামন্ত্রীকে কামানে উড়িয়ে দিলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এবার প্রতিরক্ষামন্ত্রীকে কামানে উড়িয়ে দিলেন কিম জং উন হিউ ইয়ং চোল

ঢাকা: অাপন ফুফা এবং ডজনখানেক উচ্চ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তাকে হত্যার পর এবার বিমান বিধ্বংসী কামানের গোলায় নিজের প্রতিরক্ষামন্ত্রীকে উড়িয়ে দিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।

প্রতিরক্ষা মন্ত্রী হিউ ইয়ং চোলের বিরুদ্ধে অভিযোগ, সর্বোচ্চ নেতা কিম জং উনের এক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

   দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম।

স্বল্প পরিচিত একজন জেনারেল থেকে ২০১২ সালে ভাইস মার্শাল হিসেবে পদোন্নতি লাভের পর প্রচারের আলোয় আসেন হিউ ইয়ং চোল।

পিতার মৃত্যুর পর ২০১১ সালে ক্ষমতায় আসেন কিম জং উন। ক্ষমতায় বসার পর থেকেই তুচ্ছ অভিযোগে একের পর এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করে চলেছেন তিনি। যার সর্বশেষ সংযোজন প্রতিরক্ষামন্ত্রী হিউ ইয়ং চোল। কিছুদিন আগে ১৫ জন শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার আদেশে। এর আগে নিজের আপন ফুফাকেও হত্যা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৫
আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।