ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা বিমান হামলায় আইএসের ভারপ্রাপ্ত প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৫
পশ্চিমা বিমান হামলায় আইএসের ভারপ্রাপ্ত প্রধান নিহত সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের বিমান হামলায় ইরাক ও সিরিয়া অঞ্চলের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড-ইন-কমান্ড ও ভারপ্রাপ্ত প্রধান আবদুল রহমান মুস্তাফা মোহাম্মেদ ওরফে আবু আলা আফ্রি নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা তাল আফারের একটি মসজিদ কমপ্লেক্সে জঙ্গিদের নিয়ে তার গোপন বৈঠকের সময় এ হামলা চালানো হয়।

হামলায় আফ্রির সহযোগী জঙ্গিরাও নিহত হয়েছে।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন ইবরাহীম সংবাদমাধ্যমকে বলেন, মিত্র বাহিনীর অভিযানে জঙ্গি নেতা আফ্রি নিহত হয়েছেন। অভিযানকালে তিনি সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন।

ইরাকি নিরাপত্তা সূত্র দাবি করেছে, গত মার্চে দেশটির উত্তরাঞ্চলে পশ্চিমা জোটের বিমান হামলায় আহত হয়ে অকেজো পড়ে আছেন আইএস’র প্রধান আবু বকর আল বাগদাদী। তার অক্ষমতায় ইরাক ও সিরিয়া অঞ্চলে খিলাফত ঘোষণা করা আইএসের নির্দেশনা দিচ্ছেন আফ্রি।

এই আফ্রির ব্যাপারে তথ্য দিতে গত গত সপ্তাহে ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দফতর।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।