ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় সোনা খনি ধসে ১৫ জন নিহত হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
কলম্বিয়ায় সোনা খনি ধসে ১৫ জন নিহত হওয়ার আশঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: কলম্বিয়ার একটি সোনার খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন কর্মী ভেতরে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।



কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু কর্মী ১৭ মিটার (৫৫ ফুট) গভীরে আটকা পড়েছে। তাদের জীবিত উদ্ধারের আশা নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনির গর্তে আটকা পড়াদের উদ্ধারে অন্তত তিনদিন সময় লাগবে।

এদিকে, সোনা খনিটির মালিক লিওনার্দো মেজিয়া আটকা পড়াদের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন। ভূগর্ভে আটক ১৫ কর্মীই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কিছু শ্রমিক আগেই বিপদ বুঝতে পেরে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু যারা আটকা পড়ে গেছে, তাদের ব্যাপারে আমি আশা ছেড়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।