ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে মার্কিন সম্ভাব্য পদক্ষেপে উদ্বিগ্ন চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
দক্ষিণ চীন সাগরে মার্কিন সম্ভাব্য পদক্ষেপে উদ্বিগ্ন চীন ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও জাহাজ পাঠানোর বিষয়টিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে চীন।

বুধবার (১৩ মে) চীনা পরারাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে সরকারের এ উদ্বেগের কথা জানানো হয়।



বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, দক্ষিণ চীন সাগরে সেনা সরঞ্জাম পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্পষ্টভাবে কারণ দর্শানো উচিত।

এর আগে মঙ্গলবার (১২ মে) এক মার্কিন কর্মকর্তা পেন্টাগনে ‘বিচরণের স্বাধীনতা (ফ্রিডম অব নেভিগেশন)’ অক্ষুন্ন রাখতে দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপের আশেপাশে যুদ্ধবিমান ও জাহাজ পাঠানোর প্রস্তাব করেন।

চীন সবসময়ই ‘বিচরণের স্বাধীনতা’র পক্ষে উল্লেখ করে হুয়া বলেন, কিন্তু এই স্বাধীনতার মানে এই নয় যে, এক দেশের সেনাবাহিনী অন্য দেশের জল ও আকাশসীমায় বিনা কারণে ঢুকে পড়বে।

মার্কিন কর্তপক্ষের প্রতি কোনো রকম ঝুঁকি বা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ভঙ্গ করে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।