ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে কারখানায় আগুনে নিহত বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
ফিলিপাইনে কারখানায় আগুনে নিহত বেড়ে ৭২

ঢাকা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এর ফলে বুধবারের (১৩ মে) ওই ঘটনায় নিখোঁজ আর কেউ  ‘বেঁচে’ নেই বলে ধারণা করা হচ্ছে।



কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এদিকে কারখানায় স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত শ্রমিকদের অভিযোগ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ভারপ্রাপ্ত পুলিশ প্রধান লিওনার্দো বলেন, যেহেতু প্রাণহানির ঘটনা ঘটেছে, সেহেতু মামলা হবে। তবে প্রকৃত ঘটনা কী সে বিষয়ে তদন্ত হবে।

কারখানার ভেতরে থাকা রাবার ও রাসায়নিকের মিশ্রণে সৃষ্ট কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অনেকের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লিসান্দ্রো ম্যান্দোজা নামে বেঁচে যাওয়া এক শ্রমিক বলেন, অগ্নিকাণ্ডের পর কোনো কিছু না বুঝেই দৌড় দিয়েছি।

বুধবার (১৩ মে) ম্যানিলার উত্তরাঞ্চলে ভেলেনজুয়েলা শহরের ওই কারখানায় অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ৩১ শ্রমিকের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এরপর তা ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় ৭২ জনে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।