ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিচারের মুখে থাইল্যান্ডে আটক বাংলাদেশি ও রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
বিচারের মুখে থাইল্যান্ডে আটক বাংলাদেশি ও রোহিঙ্গারা ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডে আটক দুই শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) থাই পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।



দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিচার করা হবে বলে বিবৃতিতে জানায় পুলিশ।

এর আগে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এক জঙ্গলে ‘গণকবরের’ সন্ধান পাওয়ার পর দেশটিতে মানব পাচার বিরোধী অভিযান শুরু করে পুলিশ। এরই প্রেক্ষিতে গত প্রায় ১৫ দিনে আড়াই শতাধিক বাংলাদেশি ও মায়ানমারের রোহিঙ্গা আটক হয়েছে বলে জানা গেছে।

থাইল্যান্ড পুলিশের উপপ্রধান আয়েক আংসানানন্ট জানান, পুলিশ এরই মধ্যে একশ’ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এবার এসব মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে।

আটক বাকি ৬৩ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তা পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি কমিটি খতিয়ে দেখছে বলেও এসময় জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ

** মালয়েশিয়ায় আটক অভিবাসীদের ফেরত পাঠাতে তৎপর দূতাবাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।