ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডিতে অভ্যুত্থানকারী তিন জেনারেল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১৫
বুরুন্ডিতে অভ্যুত্থানকারী তিন জেনারেল গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকার দেশ বুরুন্ডিতে সামরিক অভ্যুত্থানকারী তিন দলত্যাগী জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) দেশটিতে প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার সরকারকে উৎখাত করে অভ্যুত্থান ঘোষণা করেন এই জেনারেলরা।



কিন্তু অভ্যুত্থানকারী প্রধান নেতা জেনারেল গোডফ্রয়েড নিয়োমবারে এখনও পালিয়ে বেড়াচ্ছে বলে প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন।

সরকারের উদ্দেশে বার্তা সংস্থা এএফপিকে নিয়োমবারে বলেন, আশা করি তারা আমাকে হত্যা করবে না।

প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার এক টুইট বার্তায় দেশে ফেরার কথা জানিয়েছেন। অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট একটি সম্মেলনে তানজানিয়ায় ছিলেন। অভ্যুত্থানের খবর পেয়ে তিনি দেশে ফিরে আসেন।

এদিকে বৃহস্পতিবার রাজধানী বুজুমবুরায় প্রেসিডেন্ট অনুগত সৈন্যদের সঙ্গে বিদ্রোহী সেনাদের সংঘর্ষে ৫ সেনা নিহত হয়েছেন।

এরপর তিনি জেনারেল গোডফ্রয়েড নিয়োমবারে এএফপিকে জানান, প্রেসিডেন্টের সেনারা তাদের দিকে অগ্রসর হচ্ছে। তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।
আরেক জেনারেল সাইরিল্লে দেইরুকিয়া প্রেসিডেন্ট উৎখাতের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন।

বাংলাদেশ সময়:১৩৫২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
কেএইচ/

** দেশের মাটিতে নামতে পারলেন না বুরুন্ডির প্রেসিডেন্ট
** উত্তাল বুরুন্ডিতে ফিরছেন প্রেসিডেন্ট!
** বুরুন্ডিতে সেনা অভ্যুত্থান!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।