ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি দমনে জোরালো অভিযান, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৫
পাকিস্তানে জঙ্গি দমনে জোরালো অভিযান, নিহত ১৭

ঢাকা: পাকিস্তানের বন্দর নগরী করাচিতে বাসে হামলা চালিয়ে ৪৫ নিরীহ লোককে হত্যার পর বর্বর জঙ্গি নিধনে জোরালো অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী।

বুধবার (১৩ মে) ওই গণহত্যা চালানোর পর শুক্রবার (১৫ মে) এ অভিযানে নামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

ইতোমধ্যে বিমান বাহিনীর হামলায় অন্তত ১৭ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী দুর্গম উপজাতি অধ্যুষিত উত্তর ওয়ারিজিস্তানের শাওয়াল জেলার ওয়ারেকা মান্দির পর্বতাঞ্চলে জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বিমান বাহিনী।

এতে অন্তত ১৭ জঙ্গি নিহত এবং তিনটি স্থাপনা ও পাঁচটি গাড়ি ধ্বংস হয়ে যায় বলে জানান স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা।

ওই কর্মকর্তা দাবি করেন, নিহত জঙ্গিদের মধ্যে উজবেকিস্তান, আফগানিস্তানের নাগরিকরা ছিলেন। এরা প্রায় সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য।

অভিযানের কথা নিশ্চিত করলেও কতোসংখ্যক জঙ্গি এতে নিহত হয়েছে সে বিষয়ে নিশ্চিত করেননি পেশোয়ারভিত্তিক একজন সেনা কর্মকর্তা।

ওই কর্মকর্তা আরও জানান, করাচিতে বাসে হামলা চালিয়ে ৪৫ জন বেসামরিক লোককে নির্বিচারে হত্যার পর জঙ্গিদের দমনে অভিযানের সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। এখনও সন্দেহভাজন অঞ্চলে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে জোরালো অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।