ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেঁচে আছেন উ.কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
বেঁচে আছেন উ.কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী? প্রতিরক্ষামন্ত্রী হিউ ইয়ং চোল

ঢাকা: উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিউ ইয়ং চোল এখনও বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (১৪ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রচারিত হয়, যাতে হিউ ইয়ং চোলের সাক্ষাৎকার ছিল।



টোকিওভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা রেডিওপ্রেস ইনকর্পোরেশন জানায়, যদি সত্যিই হিউকে হত্যা করা হতো, তাহলে তথ্যচিত্রটি থেকে তার সাক্ষাৎকার মুছে ফেলা হতো।

এর আগে, দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, কিম জং উনের এক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার অপরাধে প্রতিরক্ষামন্ত্রী হিউ ইয়ং চোলকে কামানের গোলায় উড়িয়ে দেওয়া হয়েছে।

তবে বিশ্বব্যাপী সংবাদটি ছড়িয়ে পড়ার পরদিনই দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটি (এনআইএস) জানায়, হিউকে হত্যার বিষয়টিতে তারা নিশ্চিত নয়। এ ব্যাপারে কোনো অকাট্য প্রমাণ তাদের কাছে নেই।

এদিকে, হিউ ইয়ং চোলকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

**এবার প্রতিরক্ষামন্ত্রীকে কামানে উড়িয়ে দিলেন কিম জং উন


বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।