ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ছয় আইএস সদস্যকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ১৭, ২০১৫
মিশরে ছয় আইএস সদস্যকে মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।

ছয় আইএস সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়ার এ খবর রোববার (১৭ মে) প্রকাশিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমমে।

তবে কবে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

মৃত্যুদণ্ড প্রাপ্তদেরকে মিশরের একটি সেনা আদালতে এ সাজা ঘোষণা করা হয় বলে জানা গেছে।

গত বছর নভেম্বরে মিশরের সশস্ত্র সংগঠন আনসার বেইত আল-মাকদিস আইএসের আনুগত্য স্বীকার করে। এর পরপরই সংগঠনটির কর্মীরা বেশ কিছু সহিংস হামলার ঘটনা ঘটায়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।