ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানব পাচারকারীদের নৌযান ধ্বংসে ইইউ পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৫
মানব পাচারকারীদের নৌযান ধ্বংসে ইইউ পদক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরে মানবপাচার বন্ধে পাচারকারীদের নৌযান ধ্বংসের মিশনে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (‌ইইউ)।

ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ইইউ রাষ্ট্রগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে সোমবার (১৮ মে) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



সেই সঙ্গে এই বৈঠকে মিশনের নেতৃত্ব ও প্রধান কার্যালয় কোথায় হবে, তা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

জানা গেছে, চলতি বছর এরই মধ্যে সাগরপাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে প্রায় দুই হাজার অভিবাসীর সলিল সমাধি হয়েছে ভূমধ্যসাগরে। গত বছরের একই সময়ে তূলনায় এ সংখ্যা ২০ গুণ বেশি।

ইইউ পররাষ্ট্র নীতি প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেন, বৈঠকে আলোচনার প্রধান বিষয়ই হলো মানব পাচারে ব্যবহৃত নৌযান ধ্বংসের মিশন শুরু। এ ব্যাপারে এই বৈঠকেই সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।