ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে ভাসমানদের অধিকাংশই বাংলাদেশি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ২৩, ২০১৫
সাগরে ভাসমানদের অধিকাংশই বাংলাদেশি! ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরে ভাসমান অবৈধ অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

শনিবার (২৩ মে) অস্ট্রেলিয়ার একটি সাপ্তাহিক পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

ইন্দোনেশিয়ার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলেও জানান তিনি।

উদ্ধার বাংলাদেশি অবৈধ অভিবাসীদের শ্রমিক উল্লেখ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মতো তারা বিতাড়িত ও আশ্রয়প্রার্থী নয়।

সাপ্তাহিক সংবাদপত্রটিতে দেওয়া ওই সাক্ষাতকারে তিনি জানান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের উপকূল থেকে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ভাসমান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আরও সাড়ে তিন হাজার অভিবাসী এখনও সাগরে ভাসছেন। যাদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি নাগরিক বলে ধারণা ইন্দোনেশিয়ার। যারা কাজের প্রতিশ্রুতিতে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল।
রোহিঙ্গাদের বিবেচনায় তাদের আশ্রয়প্রার্থী বলা যাবে না বলেও জানান জুলি বিশপ।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।