ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশি এনজিও ‘নিষিদ্ধ’ বিলে পুতিনের স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৫
বিদেশি এনজিও ‘নিষিদ্ধ’ বিলে পুতিনের স্বাক্ষর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ঢাকা: রাশিয়ায় বিদেশি এনজিও নিষিদ্ধ বিলে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই বিলের জোরে এখন থেকে দেশটিতে বিদেশি কোনো বেসরকারি সংগঠন অথবা সংস্থাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করতে পারবে কর্তৃপক্ষ।



এনজিওতে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করারও বিধান রয়েছে বিলটিতে।

সমালোচকরা বলছেন, রাশিয়ার ভেতর যাতে কোনো বিদেশি শক্তি নজরদারি করতে না পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে পুতিন প্রশাসন।

এর আগে ২০১২ সালে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এনজিও নিষিদ্ধ করা হয় রাশিয়ায়। এই সংগঠনগুলোয় কর্মরতদের ‘বিদেশি এজেন্ট’ বলে ওই বিলে সংজ্ঞায়িত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।