ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৫
সিরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির একজন ক্রু নিহত হয়েছেন।



রোববার (২৪ মে) দেশটির উত্তরাঞ্চলের কেইরাস সামরিক ঘাটিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

তবে, হেলিকপ্টারটি ইসলামিক স্টেটের জঙ্গিরা ভূপাতিত করেছে বলে দাবি করেছে একটি পর্যবেক্ষক সংস্থা।

সামরিক বাহিনীর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।   তবে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কতজন ক্রু ছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ায় মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানায়, হেলিকপ্টারটি ইসলামিক স্টেটের জঙ্গিরা ভূপাতিত করেছে, যারা ওই ঘাঁটি অবরোধ করে আসছিল।

সংস্থাটি আরো জানায়. এতে একজন ক্রু নিহত হয়েছে। তবে, বাকিদের অবস্থা জানাতে পারেনি সংস্থাটি।

কেইরাস ঘাঁটিটি সিরিয়ার উত্তরাঞ্চলের অ্যালেপ্পো রাজ্যে অবস্থিত। এ ঘাঁটিটি আল-বাব শহর থেকে নিকটবর্তী, যেটি ইসলামিক স্টেট জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৫      
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।