ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত শতাধিক সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে মুরি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও শতাধিক।



সোমবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর প্রদেশের কৌশম্বি জেলায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

জানা গেছে, ওড়িষ্যার রৌঢ়কেলা থেকে জুম্মু তাওই যাওয়ার পথে সিরাঠু রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ট্রেনটির নয়টি বগি উল্টে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।