ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান প্রেসিডেন্টের ছেলের গাড়িবহরে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৫
পাকিস্তান প্রেসিডেন্টের ছেলের গাড়িবহরে হামলা, নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্র্রেসিডেন্ট মামনুন হুসাইনের ছেলে সালমান মামনুনকে বহনকারী গাড়িবহরে বেলুচিস্তান বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।

এ রিমোট কন্ট্রোল বোমা হামলায় সালমান মামনুনের গাড়িবহরের শেষের দিকের একটি গাড়ি ও একটি রিকশা আক্রান্ত হলেও সালমান ও তার গাড়ি অক্ষত আছে।



রোববার (২৪ মে) রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে এ ঘটনা ঘটে।

সালমান মামনুনের গাড়িবহর করাচি সীমান্তের কাছে হাব ইন্ডাস্ট্রিয়াল জোন দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থামানো একটি বিস্ফোরক বোঝাই মোটরসাইকেলে এ বিস্ফোরণ ঘটনানো হয় বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা গুলাম মুস্তফা শাহ আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
 
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলায় রিকশা চালক, রিকশায় থাকা ১২ বছরের এক শিশু ও এক পথচারী নিহত হয়েছেন।  

পাকিস্তান পুলিশের সিনিয়র কর্মকর্তা জাহিদ উল্লাহ জানিয়েছেন, প্রেসিডেন্টের ছেলে ওই এলাকার একটি ডেইরি ফার্মের মালিক। তিনি প্রায়ই ওই এলাকা পরিদর্শনে যান। তাকে হত্যার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।