ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় জঙ্গি হামলায় ২৫ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫
কেনিয়ায় জঙ্গি হামলায় ২৫ পুলিশ কর্মকর্তা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় কেনিয়ায় পুলিশের অন্তত ২৫ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।



স্থানীয় সময় সোমবার (২৫ মে) রাতে কেনিয়ার গ্যারিসায় যুমবিস গ্রামে হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পুলিশের মুখপাত্র জর্জ কিমোতি হামলার ঘটনাটি নিশ্চিত করলেও এর বেশি কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

কেনিয়ার জাতীয় দৈনিক ‘ন্যাশন’ এক খবরে জানিয়েছে, গ্যারিসা থেকে ৭০ কিলোমিটার উত্তরে যুমবিস গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে। এতে অন্তত ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এদিকে, প্রথম হামলায় হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলের দিকে রওনা হওয়া একদল পুলিশের ওপরও হামলা হয় এদিন। এ ঘটনায় আরও পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ‘ডেইলি ন্যাশন‘ জানায়, অন্তত চারটি পুলিশের গাড়ির ওপর হামলা হয়।

জঙ্গি সংগঠন আল-শাবাবের পক্ষ থেকে উভয় হামলার দায় স্বীকার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সংগঠনটির মুখপাত্র শেইখ আব্দিআসিস আবু মুসাব এক বিবৃতিতে বলেন, আমরা তাদের সব অস্ত্র ছিনিয়ে নিয়েছি। তবে কিছু কেনীয় পুলিশ পালিয়ে গেছে।

চলতি বছর ২ এপ্রিল গ্যারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল-শাবাব হামলায় প্রায় দেড়শ’ মানুষ নিহত হয়। নিহতদের সিংহভাগই কলেছের ছাত্রছাত্রী। এ ঘটনায় আহত হয় আরও ৭৯ জন। সেই সঙ্গে হামলার সময় কলেজের ৭শ’ ছাত্রছাত্রীকে জিম্মি করে জঙ্গি সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫/ আপডেট: ১৪০০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।